4:03 pm , May 18, 2023
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ॥ স্বরূপকাঠি সন্ধ্যা নদী ও শিকলার খালের মোহনায় অবস্থিত কাঠ মাহাল নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে চলমান আইনী লড়াই শেষে পিরোজপুরের সহকারী জজ আদালত প্রাথমিকভাবে রাজস্ব আদায়ের অনুমতি প্রদান করেছেন স্বরুপকাঠি পৌরসভাকে। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দরপত্র ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদানের নির্দেশ দেয়া হয়। ওই আদেশে আরো উল্লেখ করা হয় উক্ত মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত কাঠ বাজারের রাজস্ব আদায়কৃত অর্থের যৌক্তিক আয়-ব্যয় ও জমার হিসাব তিন মাস পর পর আদালতে দাখিল করতে হবে।
জানাযায়, পৌরসভা সরকারি বিধি বিধান মেনেই ১৯৯৮সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাঠ বাজারের ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করতো। কিন্তু নিয়ম অনুযায়ী বাজারটি সরকারি তালিকায় গেজেটভুক্ত হাটবাজারের
লিষ্টে না থাকায় ২০১৮ সালে বরিশাল বিভাগীয় কমিশনার পৌরসভাকে ওই কাঠ বাজারের ইজারা আদায় বন্ধ করে দেয়। অপরদিকে মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২সালের ৩১ মার্চ ভূমি মন্ত্রণালয় কাঠ মহলটি কাঠ বাজার হিসেবে গেজেটভুক্ত করে পৌরসভাকে চিঠি পাঠায় । তখন মেয়র জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনার বরাবরে পুনরায় ইজারা আদায়ের জন্য আবেদন করেন। কিন্তু হঠাৎ করে গেলো বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে জেলা প্রশাসক কাঠ মহলটি ইজারার জন্য টেন্ডার আহবান করেন। তখন মেয়র কাঠ বাজারটি ফিরিয়ে আনার জন্য আইনের আশ্রয় নেন।