রইজ আহম্মেদ মান্নাসহ সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল রইজ আহম্মেদ মান্নাসহ সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - ajkerparibartan.com
রইজ আহম্মেদ মান্নাসহ সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

3:58 pm , May 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদের ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাছাইকালে কাগজ পত্রের ঘাটতি, ঋন খেলাপী ও তথ্য গোপন করার কারনে বাতিল করা হয় বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা। এর মধ্যে সাধারন কাউন্সিলর ১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়। এছাড়াও নির্বাচনের স্বতন্ত্র ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দুই বর্তমান কাউন্সিলর রয়েছেন। যথাযথভাবে ফরম পুরন না করায় ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম। এছাড়াও কারান্তরীন মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক ও নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রইজ আহম্মেদ মান্না, তার ভাই মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজিব। কারান্তরীন এ তিনজন যথাযথ মাধ্যমে মনোনয়ন পত্র জমা না দেয়ায় বাতিল করা হয়েছে।
অন্য প্রার্থীরা হলো ১ নং ওয়ার্ডের মো. রাশেদ খান মেনন, ৩ নং ওয়ার্ডের ফিরোজ মল্লিক ও মেহেদি হাসান, ১৩ নং ওয়ার্ডের আলহাজ্ব মীর আলকাজউদ্দীন জসিম, ১৭ নং ওয়ার্ডের সাইদ মাহমুদ ও কাজী রোকউদ্দিন, ২২ নং ওয়ার্ডের মোহিন হাওলাদার, ২৭ নং ওয়ার্ডের জিয়াউদ্দীন মোল্লা, সংরক্ষিত ৬ নং ওয়ার্ডের সাবিহা সুলতানা ও ৮ নং ওয়ার্ডের সেলিনা বেগম।
নির্বাচনে মেয়র পদে ১০, ৩০টি সাধারন কাউন্সিলর পদে ১৪৬ ও ১০ সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী মনোনয় জমা দেয়। মোট ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮০ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৬ জন, সাধারন কাউন্সিলর পদে ১৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন রয়েছেন। সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপীল করতে পারবেন। আপীল নিস্পত্তি করা হবে ২২ থেকে ২৪ মে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT