র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার - ajkerparibartan.com
র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

4:26 pm , May 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সাকিলকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তরে কমান্ডিং অফিসার লে: কর্ণেল মাহামুদুল হাসান এক সংবাদ সম্মেলনে জানান, মামলার এজাহারভুক্ত একমাত্র আসামী সাকিলকে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭ টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার বদনিকাঠী এলাকার ১২ বছরের শিশু  খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিলো। এসময় ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সাকিল তাকে অনুসরণ করে। পথিমধ্যে রাজাপুর বাইপাস মোড় থেকে তুলে নিয়ে মুখে গামছা বেধে সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষণ করে পলিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম এর পিতা সাকিল (২২)কে আসামী করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT