4:25 pm , May 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে নগরীর সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের অয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গোলাম সরেরায়ার রাজিবের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আনিসুর রহমান, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাব আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা মুনসুর আহমেদ, ওবায়দুল্লাহ সাজু, মাহতাব আহমেদ সুরুজ।