4:22 pm , May 17, 2023

বিশেষ প্রতিবেদক ॥ সদর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ পাশে থাকলে আমার মেয়র নির্বাচিত হবার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। আমি মেয়র নির্বাচিত হলে এই বরিশালের উন্নয়নের জন্য জীবন দিয়ে দেব। বরিশালের আব্দুর গফুর সড়কের খান বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আরো বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মেয়র প্রার্থী হিসেবে দিয়েছেন। আমি বরিশালের বেশকিছু সমস্যা চিহ্নিত করেছি। এসময় তিনি মেয়র নির্বাচিত হলে কি কি করবেন তারও একটি দিক নির্দেশনা তুলে ধরেন খোকন সেরনিয়াবাত।
বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীমের সার্বিক সহযোগিতায় এবং সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যতিক্রমী এই মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকন সেরনিয়াবাত। গফুর সড়কের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের বাড়ির আঙ্গিনায় আয়োজিত এই মতবিনিময় সভার প্রকৃত উদ্দেশ্য ছিলো আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের সাথে সদর উপজেলার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন ও জনপ্রতিনিধিদের সাথে পরিচয় ঘটানো ও তাদের মতামত পরামর্শ গ্রহণ করা
এই প্রশংসনীয় উদ্যোগটি আরো ব্যতিক্রম হয়ে ওঠ খোকন সেরনিয়াবাত এর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ এর উপস্থিতিতে। শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এতে সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড বলরাম পোদ্দার, জেলা শ্রমিক দলের সভাপতি শাজাহান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।