বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে - ajkerparibartan.com
বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে

4:20 pm , May 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ টানা কয়েকসপ্তাহ গরমে অতিষ্ট বরিশালবাসীকে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। যদিও বৃষ্টির শুরুতে আকস্মিক ঝড়ো হয়েছে শহরজুড়ে। বুধবার দুপুরের দিকে এ বৃষ্টিতে নগরীর তাপমাত্রাও কিছুটা কমে এসেছে। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বরিশালের ওপর দিয়ে ওইসময় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এর পূর্বাভাস আগেই দেয়া ছিল। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৪৮ কিলোমিটার, আর ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাত ৯টায় বৃষ্টির পরে সেটি ২৩.৫ সেলসিয়াছে নেমে এসেছে। তিনি বলেন, বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে তাপমাত্রা কমবে আবার বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বরিশালে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই পর্যবেক্ষক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT