বাবুগঞ্জে স্ত্রী ও দাদিকে শ্বাসরোধে রুদ্ধ হত্যা আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন  বাবুগঞ্জে স্ত্রী ও দাদিকে শ্বাসরোধে রুদ্ধ হত্যা আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন  - ajkerparibartan.com
বাবুগঞ্জে স্ত্রী ও দাদিকে শ্বাসরোধে রুদ্ধ হত্যা আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন 

4:26 pm , May 16, 2023

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বিএম কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার রিপা আক্তার ও তার দাদী শাশুড়ী লালমুন বিবি কে পরিকল্পিতভাবে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে জোড়া খুনের আসামী সোলায়মান সোহাগ ও মিনারা বেগমের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী এবং  এলাকাবাসী। বাবুগঞ্জ ডিগ্রী কলেজ সংলগ্ন বরিশালÑমীরগঞ্জ সড়কের সামনে  এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত রিপা আক্তারের বাবা মোহাম্মদ শাজাহান খান বলেন, বিয়ের কিছু দিন থেকেই সোলায়মান (সোহাগ) যৌতুকের জন্য আমার মেয়েকে মারধর শুর করে। পারিবারিকভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই আমরা। হত্যার কিছুদিন আগেও রিপা আমাকে বলছিলো সোলায়মান বিদেশ যাবে তার জন্য টাকা লাগবে। আমি সেই টাকা না দেওয়ায় সোলায়মান তার মা মিনারা বেগম ও তার বোন মুক্তা আক্তার পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের  ফাঁসি চাই। নিহত রিপার চাচা জাকির হোসেন বলেন, হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত সোলায়মান ও তার মা মিনারা বেগমকে আটক করার কয়েক মাস পর জামিনে বের হয়ে আমাদের পরিবারকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ গোলাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ি,আওয়ামী লীগ নেতা  হানিফ খান, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মুরাদ, সেন্টু, রাজিব, সাইফুল প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT