বরিশাল সিটি নির্বাচন : আচরনবিধি ভঙ্গে ৫ প্রার্থীসহ ৯জনকে জরিমানা বরিশাল সিটি নির্বাচন : আচরনবিধি ভঙ্গে ৫ প্রার্থীসহ ৯জনকে জরিমানা - ajkerparibartan.com
বরিশাল সিটি নির্বাচন : আচরনবিধি ভঙ্গে ৫ প্রার্থীসহ ৯জনকে জরিমানা

4:19 pm , May 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার পূর্বে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগে ৫ প্রার্থীসহ ৯ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে পৃথক তিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন। তিনি জানান, নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করায় পৃথক তিন ভ্রাম্যমান আদালতের তিনজন নির্বাহী হাকিম জরিমানা করেছেন। তাদের কাছ থেকে মোট ৭৭ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এম রকিবুল হাসান, এনডিসি মো. মহিনউদ্দিন ও মো. আবু আব্দুল্লাহ রাকিব।
সিনিয়র সহকারী কমিশনার এম রকিবুল হাসান বলেন, জরিমানা করা সকলে সম্মানিত প্রার্থী। নির্বাচনের পূর্ব মুহুর্তে তাদের নাম প্রকাশ করা ঠিক হবে না। এতে তারা ক্ষতিগ্রস্থ হবে। আমাদের উদ্দেশ্যে ছিলো তাদের নির্বাচনী আইন মেনে চলতে সচেতন করা। তাই তাদের নাম প্রকাশ করেননি।
একইভাবে ভ্রাম্যমান হাকিম মো. মহিন উদ্দিন বলেন, প্রার্থীদের নাম প্রকাশ করা ঠিক হবে না। তারা নিয়ম অনুয়ায়ী মনোনয়ন পত্র জমা দিতে আসেননি। তাই জরিমানা আদায় করেছেন তিনি। এছাড়াও সড়ক পরিবহন আইনে ৪ জনকে জরিমানা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT