বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা ২৭ ও ২৮ মে বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা ২৭ ও ২৮ মে - ajkerparibartan.com
বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা ২৭ ও ২৮ মে

4:17 pm , May 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসির স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২৭ মে শনিবার স্থগিত হওয়া পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়),বাংলাদেশের ইতিহাস ও বিশ^ সভ্যতা,ফিনান্স ও ব্যাকিং অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ১৪ মে হওয়ার কথা ছিলো। ২৮ মে রোববার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়),কৃষি শিক্ষা (তত্ত্বীয়),সঙ্গীত (তত্ত্বীয়),আরবি, সংস্কৃতি,পালি, শারিরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিনের পরীক্ষা ১৫ মে হওয়ার কথা ছিলো। সবগুলো পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT