4:16 pm , May 16, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে সাধারন ডায়েরী (জিডি) করেছে এক তরুনী। সোমবার কোতয়ালী মডেল থানায় জিডি করেন। ওই তরুনী এর আগে কাউন্সিলর রনির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলা বিচারধীন রয়েছে। মামলার প্রত্যাহারের জন্য রনি ও তার সহযোগীরা হুমকি দিচ্ছে বলে জিডিতে অভিযোগ করেছেন তরুনী। সম্প্রতি নগরীর কালুশাহ সড়কে তরুনীর বাসার সামনে এসে রনি ও তার সহযোগিরা প্রাননাশের হুমকি দিয়েছে বলে উল্লেখ করেন। এতে তরুনী ও তার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে নিরাপত্তা চেয়েছেন ডায়রীতে। ওই তরুণী দাবি করেন- মামলা দায়েরের পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আসামী রনিকে অতিদ্রুত গ্রেপ্তার করা হোক। তিনি বলেন, কেফায়েত হোসেন রনি তার ক্ষমতা ও টাকা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি আমার বাড়িতে থাকতে পারছি না। একজন ধর্ষিতা নারী হয়ে যদি বিচার না পাই, বাংলাদেশের কোনো নারী বিচার পাবে না। সে আসামি হয়েও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়ে কান্নাকাটি করেন এই ভুক্তভোগী নারী।