বরিশালকে দৃষ্টিন্দন নগরী হিসেবে গড়ে তুলব -খোকন সেরনিয়াবাত বরিশালকে দৃষ্টিন্দন নগরী হিসেবে গড়ে তুলব -খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
বরিশালকে দৃষ্টিন্দন নগরী হিসেবে গড়ে তুলব -খোকন সেরনিয়াবাত

4:10 pm , May 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে পরিষদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। মঙ্গলব্রা বেলা সাড়ে ৪ টায় নগরীর কালুশাহ সড়কে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ-সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক হালিমুজ্জামান খান মাহামুদ। সভার শুরুতে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ আবদুল আজিজ হাওলাদার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন যে, বিগত বছরগুলোতে বরিশাল নগরীর উন্নয়ন স্থবির হয়ে গিয়েছিল। নাগরিক সুবিধা থেকে জনগন বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী বরিশালের জনগনের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে একজন সৎ, নির্ভিক ও জনদরদী মানুষ হিসাবে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। তাই আমরা সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তাঁকে স্বতঃস্ফুত সমর্থন দিয়েছি। সভাপতির বক্তব্যে সংগঠনের আহবায়ক হালিমুজ্জামান খান মাহামুদ বলেন, খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে নগরীর জনগনের দুঃখ দুর্দশা দূর হবে। তাই আমরা সবাই তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাআল্লাহ্। মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত তাঁর বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে বরিশাল নগরীকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী গড়ে তুলব, নাগরিক সুবিধা বৃদ্ধি করব। মা-বোনেরা নির্বিঘেœ চলাচল করবে। আমার দরজা আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে। বরিশালকে একটি শান্তির নগরীতে পরিনত করব। অনুষ্ঠানের শুরুতে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সহধর্মিনী লুনা আবদুল্লাহ। সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু (সাবেক কমান্ডার), যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, ডাঃ এ.কে.এম কবিউল করিম, মরিয়ম বেগম, যুগ্ম সদস্য সচিব সিএইচ, মাহবুব, মোয়াজ্জেম হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বাদশা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT