বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ৮১ প্রার্থীর মনোনয়নপত্র জমা বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ৮১ প্রার্থীর মনোনয়নপত্র জমা - ajkerparibartan.com
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ৮১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

4:12 pm , May 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৮১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৪ জন মেয়র প্রার্থী, ৬৫ জন সাধারন কাউন্সিলর এবং ২২ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছেন। গতকাল সোমবার বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল জাতীয় পার্টির মনোনিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার মনোনয়ন পত্র  জমা দেন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারন কাউন্সিলর পদে ১৭৬ এবং সংরক্ষিত আসনে ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT