4:09 pm , May 15, 2023
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠি পৌরসভার ইকোপার্ক সংলগ্ন নির্জন স্থানে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান। এর আগে হত্যার দায় স্বীকার করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসও দেন এই ছাত্রলীগ নেতা। সোমবার দুপুর ১২টার দিকে সায়মা পারভিন নামে ২০ বছরের তরুণীকে স্ত্রী দাবী করে তাকে হত্যার দায় স্বীকার করে ঝালকাঠি সদর থানায় আত্মসমর্পণ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু। পরে অনুর দেয়া তথ্যমতে ঝালকাঠি শহরের গাবখান ইকোপার্কের নির্জন এলাকা থেকে সায়মা পারভিন নামে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহালে ওই তরুনীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ৩টি ছুরির আঘাত রয়েছে। পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অনু দাবী করেন, ৫ বছর আগে শহরের ফকির বাড়ি এলাকার প্রতিবেশি শাহাদাৎ হোসেন তালুকদারে মেয়ে সায়মা পারভিনের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। দুই বছর আগে তারা গোপনে বিয়ে করে। কিন্তু গত কয়েক মাস আগে সায়মা অন্য এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক করায় ক্ষিপ্ত হয়ে সে তার স্ত্রীকে হত্যা করেছে। নিহত সায়মা পারভিন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী । ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দীন সরকার জানান, এদিকে এ ঘটনায় ইকোপার্ক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।