রোববার থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিতরণ, থাকছে না চিনি রোববার থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিতরণ, থাকছে না চিনি - ajkerparibartan.com
রোববার থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিতরণ, থাকছে না চিনি

4:08 pm , May 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী রোববার থেকে বরিশাল নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম। তবে এবার পণ্য তালিকায় থাকছে না চিনি। ফলে একটি পণ্য কমে এবার কেবলমাত্র সয়াবিন তেল এবং মশুর ডাল পাবেন কার্ডধারীরা। গতকাল টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংকটের কারনে এবং দাম বেড়ে যাওয়ায় এবার বরিশালে চিনি বিতরণ করা হচ্ছে না। তবে গ্রাহকরা যথারীতি ২ লিটার করে সয়াবিন তেল এবং ২ কেজি করে মশুর ডাল পাবেন। শতদল মন্ডল আরো বলেন, এই সপ্তাহেই ডিলারদের কাছ থেকে টাকা জমা নেওয়া হবে। অগামী সপ্তাহের শনিবার নগরীর ১ থেকে ১৫ এবং রোববার ১৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের ডিলারদের মধ্যে পণ্য সরবরাহ করা হবে। এবার টিসিবির  চিনিতে কেজি প্রতি ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা নির্ধারন করেছে কর্তৃপক্ষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT