পিআইডি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত পিআইডি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
পিআইডি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

4:07 pm , May 15, 2023

পিআইডি ॥ বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে ‘তথ্য অধিকার আইন ও গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময় সভা আজ শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিআইডি বরিশালের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রধান অতিথি বলেন, এধরণের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাংবাদিকরা যেমন উপকৃত হবে তেমনি পিআইডির সাথে সম্পর্কও দৃঢ় হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তরিকুল ইসলাম। এসময় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামতও তুলে ধরেণ। জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক এর সঞ্চালনায় তথ্য অধিকার আইন বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিআইডি বরিশালের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। তিনি বলেন, বাংলাদেশের তথ্য অধিকার আইন সময় উপযোগী। এই আইনের জন্য প্রশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা ফিরে আসবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময় সভা করার জন্য সাংবাদিকরা উপকৃত হয়েছে। তথ্য অধিকার আইন বিষয়ে সরকারি দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান উপস্থিত সাংবাদিকরা।মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT