4:06 pm , May 15, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোয়া বরিশালবাসীর জনগনের কাছে পৌছে দিতে নৌকার পক্ষে থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সোমবার জাতীয় ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
নগরীর বগুড়া রোড ক্রাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের জন্য পাঠিয়েছেন। তিনি নির্বাচিত হলে নগর ভবন নগরবাসীর জন্য উমুক্ত থাকবে। তাদের কাঁধে অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। সুপরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে। নগরবাসিদের সকল সমস্যা চিহ্নিত করে পর্যায় ক্রমে নগরবাসিদের সাথে নিয়েই নতুন বরিশাল গড়বেন। তিনি মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্যেশ্য করে বলেন, বরিশাল নগরবাসী আর লাঞ্ছিত বঞ্চিত হবে না।
এ্যাড. কেবিএস আহমেদ কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আফজালুল করীম। বক্তব্যে রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড. আনিস উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এসএম জাকির হোসেন। আরো বক্তব্যে রাখেন জাতীয় শ্রমিক লীগের বরিশাল জেলার সভাপতি মো. শাহজাহান হাওলাদার, বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাসেম, আলাউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের আহবায়ক মোঃ মোসলেম সিকদার প্রমূখ।