3:59 pm , May 12, 2023
ঝালকাঠি প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ ঢাকা মহানগর উত্তর কমিটি অনুমোদিত হয়েছে। ঝালকাঠির কৃতি সন্তান সৈয়দ রফিকুল ইসলামকে সভাপতি, মো: ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক এবং মো: আনিচুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট (আংশিক) এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। গত ০৯ মে-২০২৩ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যালবার্ট পি কষ্টা ও সাধারণ সম্পাক শহিদুল ইসলাম (ভিপি শহিদ) এ কমিটি অনুমোদন দেন। জাতীয়তাবাদী নাগরিক সমাজ এর ঢাকা মহানগরী উত্তরের কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সৈয়দ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলীসহ ঢাকা উত্তরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য সৈয়দ রফিকুল ইসলাম জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের সাবেক সহসভাপতি, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং সদর উপজেলার গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক।