3:55 pm , May 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ বলেন, নিহতের লাশ দাফনের জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। আহতদের সু-চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসকদের অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, তাদের পক্ষ থেকে ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হবে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।