3:53 pm , May 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা পেট্রোলিয়ামের বরিশাল ডিপোর ব্যবস্থাপক কামরুল হাসান জানান, জ্বালানী মন্ত্রনালয়ের নির্দেশে মেঘনা পেট্্েরালিয়ামের সহকারী মহাব্যবস্থাপক মজিবর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এসেছে। তারা ট্যাংকারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্যাংকারের ইঞ্জিন কক্ষের ক্ষতি হলেও তেলের কিছু হয়নি। তাদের সিলগালা অক্ষত রয়েছে।
তদন্ত দলের প্রধান সহকারী মহাব্যবস্থাপক ট্যাংকারে থাকা লোকজনের স্বাক্ষ্য গ্রহন করেছেন। জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে আলোচনার পর ট্যাংকার থেকে তেল অপসারন করা যাবে কিনা সেই বিষয়ে সিদ্বান্ত দেবে তদন্ত কমিটি। সেই বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন কামরুল হাসান।
তিনি আরো জানান, দুই দিন পূর্বে প্রায় সাড়ে চার লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে পরিবহনের চুক্তিভিত্তিক ট্যাংকার এমপি ইবাদী-১ এর মাধ্যমে চট্রগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার বিকেল থেকে ট্যাংকারে থাকা পেট্রোল ও ডিজেল খালাস করা কথা ছিলো। জেটিতে ভেড়ার জন্য ইঞ্জিন চালু করার সময় দুর্ঘটনা ঘটে।