কীর্তনখোলা নদী থেকে নারীর লাশ উদ্ধার কীর্তনখোলা নদী থেকে নারীর লাশ উদ্ধার - ajkerparibartan.com
কীর্তনখোলা নদী থেকে নারীর লাশ উদ্ধার

3:50 pm , May 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় ৪৫-৪৫ বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে নদীর নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের এসআই রবিউল ইসলাম।
বরিশাল সদর নৌ থানার এসআই রবিউল বলেন, সিআইডির তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় পাওয়া গেছে। তার নাম পুতুল রানী মন্ডল। ভোটার কার্ডে দুটি ঠিকানা রয়েছে। যারমধ্যে একটিতে পশ্চিম আগারগাঁও মোহাম্মদপুর শেরে বাংলা নগর, ঢাকা। অপরটিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘরের ভদ্রাঙ্ক এলাকার কথা উল্লেখ করা হয়েছে। তার বাবার নাম নগেন্দ্র নাথ হালদার।
এসআই রবিউল স্থানীয়দের বরাতে আরো জানান, দুই তিন ধরে ত্রিশ গোডাউন এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন এলাকাবাসী। সকালে নিজের পড়নের কাপড় তীরে খুলে রেখে নদীতে গোসল করতে নেমেছে দেখতে পেয়েছে।
ধারনা করা হচ্ছে সাতার না জানায় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরে এলাকাবাসী ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের খবর দিয়েছেন।
এসআই রবিউল বলেন, আমরা তার স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT