মোখার প্রভাবে দক্ষিনাঞ্চলের নদী ভাঙনের আশংকা মোখার প্রভাবে দক্ষিনাঞ্চলের নদী ভাঙনের আশংকা - ajkerparibartan.com
মোখার প্রভাবে দক্ষিনাঞ্চলের নদী ভাঙনের আশংকা

3:49 pm , May 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা, কালাবদর, আড়িয়াল খা, বিষখালী, পায়রাসহ অসংখ্য নদীতে বেষ্টিত দক্ষিনাঞ্চল তথা গোটা বরিশাল বিভাগ। ঘূর্ণিঝড়-জলোচ্ছাসহ প্রাকৃতিক দুর্যোগে হরামেশা কোন কোন বিপর্যয়ের শঙ্কা থাকেই এ অঞ্চলে। স্বাভাবিকভাবে এসব দুর্যোগকে কেন্দ্র করে নদী ভাঙ্গনও বেড়ে যায় এ অঞ্চলে। ধারাবাহিকতায় এবারেও ঘূর্ণিঝড় মোখায় বরিশাল অঞ্চলে নদী ভাঙন দেখা দিতে পারে। বিশেষ করে আড়িয়াল খাঁ ও মেঘনা নদী তীরবর্তী বরিশাল সদর, হিজলা ও
মেহেন্দিগঞ্জের বেশ কিছু অঞ্চলে ভাঙ্গন দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি পর্যালোচনা করে এমনটাই ধারণা করছেন। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখায় বরিশাল ত্রাণ ও দুর্যোগ মোকাবেলায় জেলা কমিটি খুব ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন না। তবে ঘূর্ণিঝড়ে নদীর পানি বৃদ্ধি পেলে জেলার বেশ কয়েকটি উপজেলা মারাত্মতভাবে নদী ভাঙণের কবলে পড়বে। নদীর স্রোত বিশ্লেষণ করে মেঘনা ও আড়িয়াল খাঁ সেই ক্ষতির কারণ বাড়াতে পারে। পানি উন্নয়ন বোর্ড ধারণা করছে, মেঘনা তীরবর্তী হিজলা ও মেহেন্দীগঞ্জ এবং আড়িয়াল খাঁ সংলগ্ন লামচড়ি, শায়েস্তাবাদে ভাঙন দেখা দিবে।মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবি বলেন, ঘূর্ণিঝড়ের সংকেত পেয়ে স্থানীয়ভাবে প্রস্তুতি গ্রহন করেছি। তবে আমার পুরো উপজেলা ঝুঁকিপূর্ণ। সমন্বয় করে ঘূর্ণিঝড় ও পরবর্তী সংকট মোকাবেলা করা হবে। প্রসঙ্গত, সিডর, আইলা, সিত্রাং পরবর্তী সময়ে জেলার বিভিন্ন উপজেলায় প্রকট আকার ধারণ করেছিল নদী ভাঙন। ভাঙণ ঠেকাতে গৃহিত পদক্ষেপ অপ্রতুল বলে দাবী বাসিন্দাদের।এদিকে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতির শঙ্কার ফসলি ক্ষেতে থাকা পাকা ধান কেটে নিচ্ছে কৃষকরা। এছাড়া অন্যান্য পরিপক্ক ফসলও ঘরে তোলার আহবান জানিয়েছে কৃষি বিভাগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT