মঠবাড়িয়ায় নিখোঁজের ১২ দিন পর ঢাকা থেকে ৪ ছাত্রী উদ্ধার মঠবাড়িয়ায় নিখোঁজের ১২ দিন পর ঢাকা থেকে ৪ ছাত্রী উদ্ধার - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় নিখোঁজের ১২ দিন পর ঢাকা থেকে ৪ ছাত্রী উদ্ধার

4:06 pm , May 11, 2023

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্যজনক কারণে নিখোঁজের ১২ দিন পর ঢাকা থেকে চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ ছাত্রীদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার দারুসসালাম থানা পুলিশের সহায়তায় ওই এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করেন।
জানাগেছে, ওই ছাত্রীরা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ও উচ্চ লাফসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতো। গত ৩০ এপ্রিল ওই ছাত্রীরা স্কুল ও কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরে ওই ছাত্রীদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিভাবকরা থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর থানা পুলিশ ওই ছাত্রীদের উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঢাকার দারুসসালাম থানার ৩’শ গজ দূরে একটি বাসা থেকে ওই ছাত্রীদের উদ্ধার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT