নগরীর থ্রি এস পেস্টিশপ ও বনফুলকে জরিমানা নগরীর থ্রি এস পেস্টিশপ ও বনফুলকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর থ্রি এস পেস্টিশপ ও বনফুলকে জরিমানা

4:00 pm , May 11, 2023

নিজস্ব প্রতিবেক ॥ নগরীর দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রয়া ত্রিপুরা। অভিযানে নতুন বাজার এলাকার থ্রি এস পেষ্টিশপকে ৫ হাজার ও বনফুল থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের  পরিদর্শক (মেট্্েরালজি) মোঃ মাকসুদুর রহমান ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ আক্তারুজ্জামান জনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT