4:00 pm , May 11, 2023
নিজস্ব প্রতিবেক ॥ নগরীর দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রয়া ত্রিপুরা। অভিযানে নতুন বাজার এলাকার থ্রি এস পেষ্টিশপকে ৫ হাজার ও বনফুল থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট্্েরালজি) মোঃ মাকসুদুর রহমান ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ আক্তারুজ্জামান জনি।