স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দন্ডিত পলাতক আসামী গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দন্ডিত পলাতক আসামী গ্রেপ্তার - ajkerparibartan.com
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দন্ডিত পলাতক আসামী গ্রেপ্তার

3:59 pm , May 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দ-িত পলাতক চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার প্রথম প্রহরে র‌্যাব-১০ একটি দলের সহায়তায় কামরাঙ্গীর চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত  জসিম হাওলাদার (৪৩) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। র‌্যাব-৮ থেকে জানানো হয়, ২০১২ সালের ১৮ অক্টোবর স্কুলছাত্রী চাচাতো বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে জসিম। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ২৫ অক্টোবর মহানগর পুলিশের বন্দর থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা করেন।
একই বছরের ৩১ ডিসেম্বর বন্দর থানার এসআই আলমগীর হোসেন একমাত্র জসিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন ।
তবে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দুইজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করে।
মামলার ১১ বছর পর গত ২৮ ফেব্রুয়ারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  ইয়ারব হোসেন রায় দেন।
পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করার আদেশ দেন বিচারক।
রায়ে ধর্ষণে সহায়তায় অভিযুক্ত একই এলাকার কুদ্দুস হাওলাদারকে খালাশ দেওয়া হয় বলে আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানিয়েছেন।
র‌্যাব-৮ এর ১ নং সিপিএসসির কমা-ার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলো জসিম। পরিবারের সাথেও কোন প্রকার যোগাযোগ রাখেনি।
তিনি বলেন, রায় ঘোষনার পর র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে কামরাঙ্গীর চর এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়। পরে র‌্যাব-১০ এর সহায়তায় অভিযান চালিয়ে জসিমকে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT