ইভিএম দিয়ে সরকার যাকে চাইবে তাকেই জিতিয়ে দেয়া সম্ভব : জিএম কাদের ইভিএম দিয়ে সরকার যাকে চাইবে তাকেই জিতিয়ে দেয়া সম্ভব : জিএম কাদের - ajkerparibartan.com
ইভিএম দিয়ে সরকার যাকে চাইবে তাকেই জিতিয়ে দেয়া সম্ভব : জিএম কাদের

3:55 pm , May 11, 2023

বিশেষ প্রতিবেদক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার ইভিএম পদ্ধতি ব্যবহার শুরু করেছে। যাতে ভোট একজনকে দিলে চলে যায় অন্যজনের কাছে। এটা আমার কথা নয়, জনগণই বলেছে এই ইভিএম দিয়ে সরকার যাকে চাইবে তাকেই জিতিয়ে দেয়া সম্ভব। জনগন আওয়ামী লীগকে বিশ্বাস করছে না, তাদের উপর কোনো আস্থা নেই সাধারণ মানুষের। বৃহস্পতিবার দুপুরে বরিশাল এয়ারপোর্ট সংলগ্ন বাবুগঞ্জের রহমতপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবী আওয়ামী লীগ তুলেছিল। আমরা সে দাবী মেনে নিয়েছিলাম। এখন তারা সংবিধানের দোহাই দেন। সংবিধান নিয়ে নাটক করছেন,  জনগণের মুক্তির দিকে কোনো খেয়াল নেই। মানুষ মরে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। তারা সংবিধান নিয়ে কামড়াকামড়ি করে। যে কারণে জনগণের কাছে ভোট চাইতে তাদের সাহস হয়না।
জিএম কাদের এমপি বলেন, ওই সময় জাতীয় পার্টি চেয়েছিলো নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু জায়গায় দাঁড়াক। যেখানে দাঁড়ালে এই নির্বাচন নিয়ে নাটক বন্ধ হয়ে যাবে।
আগামী জাতীয় সংসদ  নির্বাচন নিয়ে জিএম কাদের বলেন, আমাদের ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ইচ্ছে আছে। তবে যদি শক্তি সামর্থ্যে না কুলোয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে ঠিক হবে আমরা কাকে সমর্থন করবো।
এসময় তার সাথে ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং জাতীয় পাটির্র চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশালের মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম কিবরিয়া টিপুসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
পথসভা শেষে দুপুর ২টার পর জিএম কাদেরসহ অতিথিরা বিসিসির জাতীয় পার্টি নির্ধারিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় নগরীর সীমান্ত এলাকা গড়িয়ার পাড়ে তাদের সাথে থাকা মোটরসাইকেল বহর আটকে দেয় পুলিশ। এতে নেতাকর্মীরা কিছুটা ক্ষুব্ধ হলেও নির্বাচনী আচরণবিধি মেনে মোটরসাইকেল বহর ফিরে যায়।
এর আগে জিএম কাদের এর বরিশাল সফরে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে  চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। গত বুধবার (১০ মে) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়। জিএম কাদেরসহ একাধিক সংসদ সদস্য নির্বাচনের আগে বরিশাল যাওয়ার খবর জেনে এই সতর্কতা জারী করে ইসি।
রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে বলা হয় ‘দলীয় চেয়ারম্যান বিমানবন্দর হতে বরিশাল সিটি করপোরেশন এলাকায় আগমনের সময় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের ফলে শোডাউনের সম্ভাবনা থেকে যায়। উক্ত নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলে সিটি কর্পোরেশন (নির্বাচন আচারণ) বিধিমালা, ২০১৬ যথাযথভাবে প্রতিপালন প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচন পূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতাকে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ যথাযথ প্রতিপালনের অবহিত করার জন্য সবিনয় অনুরোধ করা হল।
বরিশালে নির্বাচনী বিধিমালা অনুসরণ করেই চলার চেষ্টা করেছেন দাবী করে বিকেল ৫টায় হেলিকপ্টার যোগে বরিশাল বেলস্ পার্ক থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT