মেয়র পদে নয়জনসহ ১৯৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ মেয়র পদে নয়জনসহ ১৯৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ - ajkerparibartan.com
মেয়র পদে নয়জনসহ ১৯৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

4:36 pm , May 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত তিনজন ও স্বতন্ত্র ছয়জন মেয়র প্রার্থীসহ বুধবার বিকেল পর্যন্ত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৯৭ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুল আহসান রুপন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনিয়ে মেয়র পদে মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ৪০ জন সম্ভ্রাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, আমরা ধারণা করছি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে বেশিরভাগই মনোনয়ন ফরম নিয়েছেন।
সূত্রমতে, মনোনয়ন ফরম সংগ্রহ করা নয়জন মেয়র প্রার্থীর মধ্যে রয়েছেন-আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টি মনোনীত ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টি মনোনীত আলহাজ মো. মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি মুফতী সৈয়দ এছহিাক মুহাম্মদ আবুল খায়ের , সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, আলী হাওলাদার, লুৎফর কবির এবং সাংবাদিক মো. আসাদুজ্জামান আসাদ। সূত্রে আরও জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ মে। বাছাই হবে ১৮ মে এবং ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT