আচরণ বিধি ভঙ্গে ভুল স্বীকার করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আচরণ বিধি ভঙ্গে ভুল স্বীকার করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী - ajkerparibartan.com
আচরণ বিধি ভঙ্গে ভুল স্বীকার করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী

4:35 pm , May 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে আচরনবিধি ভঙ্গে রির্টানিং কর্মকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে বিধি মেনে চলার অঙ্গীকার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রির্টানিং কর্মকর্তার দপ্তরে হাজির হয়ে মৌখিক ও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি। বরিশাল সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৩ মে মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এইচএম হাসানুজ্জামান। গত ৮ মে তার আগমন উপলক্ষ্যে বরিশাল সিটিতে ব্যাপক শো-ডাউন করা হয়। শোডাউনে মোটর সাইকেল, পিকআপ, মাইক্রোবাস ইত্যাদি যানবাহন ব্যবহার করা হয়। সমর্থকগন দলীয় প্রতীক সম্বলিত টিশার্ট ও নির্বাচনী প্রতীক ব্যবহার করেন। যা নির্বাচনী আচরন বিধির ৫, ৭ (ক), ১১(২) ও ১৩ (ক) লঙ্ঘন করা হয়েছে। নির্বাচনী আচরন বিধিমালা পরিপন্থী কার্যক্রম পরিচালনার জন্য গত ৮ মে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখা দেয়ার জন্য বলা হয়। সহকারী রির্টানিং কর্মকর্তা বলেন, প্রার্থীর শারীরিক অসুস্থতার কারনে নির্ধারিত সাড়ে ১০ টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় স্ব-শরীরে হাজির হয়। প্রার্থী তার লিখিত ব্যাখায় জানিয়েছেন, গত ৩ মার্চ তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হলেও দলের পরিচালকবৃন্দ প্রার্থীতা সম্পর্কে এখন পর্যন্ত চুড়ান্ত কোন সিদ্বান্ত গ্রহন করেনি। আচরনবিধির সংশ্লিষ্ট বিধি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ অবগত না থাকায় তার দ্বারা ভঙ্গ হয়েছে। তাই তিনি লিখিত ও মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে আচরনবিধি লঙ্ঘন করবেন না মর্মে অঙ্গীকার করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া শাখা জানিয়েছে, প্রার্থী স্ব-শরীরে হাজির হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ধন্যবাদ জানিয়েছেন। প্রার্থীর লিখিত জবাব ও মৌখিক ব্যাখায় রিটার্নিং কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেছেন।
এরআগে সকাল ১০ টার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীমের প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল মামুন রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত বক্তব্য নিয়ে হাজির হয়। প্রার্থী হাজির না হওয়ার তার প্রতিনিধির কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহন করেননি বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এরপর বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করে প্রাপ্ত নোটিশের ব্যাখ্যা দেন তিনি।
সেখান থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীম বলেন, আমি জানতাম আমার তরফ থেকে লিখিত ব্যাখ্যা দিলেই চলবে, কিন্তু কর্মকর্তারা বলেছেন আমাকে উপস্থিত হতে হবে। তাই অসুস্থ অবস্থাতেই উপস্থিত হয়েছি।
তিনি বলেন, আমাদের ব্যাখ্যায় বা আমরা যে আর্জি পেশ করেছি তাতে নির্বাচন কর্মকর্তারা সন্তুষ্ট।
এ বিষয়ে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে আচরণ বিধি ভঙ্গের বিষয়ে তলব করেছিলাম। প্রার্থী নিজে এসে ব্যাখ্যাটি লিখিত ও মৌখিকভাবে আমাদের দিয়েছেন। মৌখিকভাবে তিনি অঙ্গীকার করেছেন নির্বাচনী আচরণ বিধির সকল বিধি পুঙ্খানুরুপে মেনে চলবেন এবং প্রচারনাসহ সকল কার্যক্রম নির্বাচনী আইনকানুনের মধ্যে থেকে চালাবেন বলেও বলেছেন।
আচরণবিধি ভঙ্গের বিষয়ের ব্যাখ্যায় তিনি যা বলেছেন, তাতে তার বিষয়টি নিয়ে কিছুটা অজ্ঞতা ছিলো, আমাদের নির্বাচন পূর্ববতী সময়ের বিষয়টি নিয়ে তার অস্পষ্টতা ছিলো, আমরা এটি ওনাকে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছি।
তার ব্যাখ্যায় নির্বাচন কমিশনের সন্তুষ্টির বিষয়টি নিয়ে তিনি বলেন, এই মুহুর্তে তার ব্যাখ্যাটি পর্যালোচনা করে আমাদের আইন, বিধিগুলো দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT