বরিশালে আ’লীগের মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি-জেপির সমর্থন বরিশালে আ’লীগের মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি-জেপির সমর্থন - ajkerparibartan.com
বরিশালে আ’লীগের মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি-জেপির সমর্থন

4:32 pm , May 10, 2023

পরিবর্তন ডেস্ক ॥ ১৪ দলীয় জোটের শরীক জাতীয় পার্টি (জেপি) বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সাথে মতবিনিময় করেছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। ১০ মে মঙ্গলবার বিকাল জাতীয় পার্টি জেপির বরিশাল মহানগর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় আনুষ্ঠানিক ভাবে মেয়র প্রার্থীকে সমর্থন প্রদান করেন জেপি নেতৃবৃন্দ। জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বরিশাল মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে যে সম্মান দিয়েছেন নগরবাসী আমাকে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে শতভাগ স্বচ্ছ থেকে কাজ করার চেষ্টা করবো। সভায় শুভেচ্ছা বক্তব্যে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বরিশাল মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান বলেন,খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হলে তিনি সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই একটি সুন্দর আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবেন। এসিটিকে এগিয়ে নিতে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। এসময় বরিশাল মহানগর জাতীয় পার্টি জেপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন আগামী ১২ জুনের নির্বাচনে এই নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে আহ্বান জানান । অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন,এ্যাড.আফজালুল করিম,এ্যাড,আনিস উদ্দিন শহিদ,এ্যাড,কেবিএস আহমেদ কবির,সাংবাদিক নেতা মামুনুর রশীদ নোমানী,ছাত্রলীগ নেতা জোবায়ের ইসলাম প্রমুখ। মতবিনিময়ে জেপির বরিশাল মহানগর ও জেলার নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT