3:52 pm , May 10, 2023
সাইদুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া জাটকা বিক্রির সময় বন্দর বাজারের এক মাছ ব্যবসায়ীকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ফাতিমা আজরিন তন্বী জরিমানা করেন। এছাড়াও তার কাছ থেকে উদ্ধার করা ২০ কেজি জাটকা এতিমখানা বিতরন করা হয়েছে। এদিকে বুধবার দিনভর সন্ধ্যা নদী ও আশে-পাশের খালে অভিযান করে ৮টি নিষিদ্ধ চরঘেরা ও একটি ভেসাল জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিরউদ্দিনের নেতৃত্বে এ অভিযান করা হয়। তিনি জানান, জাটকা ও রেণুপোনাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফেরী ঘাটে অভিযান চালিয়ে বিক্রির প্রস্ততিকালে ২০ কেজি জাটকাসহ বন্দর বাজারের মাছ ব্যবসায়ী মো. ফরিদকে আটক করা হয়। পরে মাছ ব্যবসায়ী ফরিদকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করতে জাটকা নিধন না করে ইলিশকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সহযোগিতা কামনা করেন। জাটকা ও রেণুপোনাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় তার এ অভিয়ান অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।