3:51 pm , May 10, 2023
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠি -ইন্দেরহাট সন্ধ্যা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ । অদক্ষ চালকের কারনে ফেরিটি চলা চলাচল বন্ধ হয়ে গেছে বলে পেরিতে চলাচলকারীদে অভিযোগ। গত ৪ মে(শুক্রবার) ফেরির একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই ইঞ্জিন মেরামত না করে ফেরি চলানো হচ্ছিল। গতকাল বুধবার অন্য ইঞ্জিটিও বন্ধ হয়ে যায়। ফলে ফেরিচলা চল বন্ধ হয়ে গেছে।
বর্তমান চালক শাহীন মিয়া বলেন, আমি একজন খালাসি। কাজের মাধ্যমে অভিজ্ঞতায় ড্রাইভার হয়েছি। গতকাল বুধবার প্রথম ট্রিপে ফেরির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে চলাচল বন্ধ হয়। তবে ফেরি দু’টো ইঞ্জিন নষ্ট হয়নি। একটি ইঞ্জিন ভাল রয়েছে। নদীতে অনেক স্রোত। একটি ইঞ্জিনটি দিয়ে নদী পাড়ি দেয়া সম্ভব নয়। তাই ফেরি বন্ধ রেখেছি।
নিয়মিত চলাচলকারী যাত্রীদের অভিযোগ এর পূর্বে ওই রূটে ফেরিটি চালাতো আরিফ হোসেন নামে এক দক্ষ ড্রাইভার। তাকে সরিয়ে অদক্ষ লোক দিয়ে ফেরি চালানোয় এ সমস্যা হয়েছে।
দৈনিক পারপার হওয়া পিক আপ চালক মঞ্জুরুল সহ একাধিক যাত্রীদের অভিযোগ, শাহিন মিয়া ভালো ফেরি চালাতে পারে না। তার অদক্ষতায় ঘাটে ফেরি ভেড়ানোর সময় অনেক যানবাহনের সমস্যা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর(সওজ) এসডিই ওয়াাহিদুজ্জামান জানান, শাহিন অন্যপদে চাকরি করলেও তাকে ফেরি চালানো শিখানো হয়েছে। চালক সংকটের কারনে অন্য পদের লোক দিয়ে ফেরি চালানো হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারনে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ আছে।
পিরোজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর(সওজ) এর নির্বাহী প্রকৌশলি তানভীর আহমেদ জানান, আমি এখানে নতুন এসেছি। খোজ নিয়ে দেখা হচ্ছে।