4:08 pm , May 9, 2023
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি শহরে বাসায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীর উপর কিশোর গ্যাং এর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি পৌর মিনিপার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ করেছেন শহরের পূর্ব চাদকাঠি জেলে পাড়া নিবাসী ভুক্তভোগী হামীম খলিফার বাবা মোঃ নান্না খলিফা। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন তার ছেলে মোঃ হামীম খলিফা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে পৌর মিনি পার্কের সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা বিবাদী মোঃ তাজ তালুকদার ?(১৬), জিম (১৬) ও তালহাসহ (১৬) কয়েকজন কিশোর গ্যাং অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তারা লাঠি সোটা দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা নীল জখম জখম করে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে তার বাবা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।