মঠবাড়িয়ায় ব্রিজের উপর মাছের বাজার দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা মঠবাড়িয়ায় ব্রিজের উপর মাছের বাজার দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ব্রিজের উপর মাছের বাজার দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা

4:07 pm , May 9, 2023

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ার টিয়ারখালী বাজারের ব্যস্তমত ব্রিজের উপর সাপ্তাহিক হাটের দিন বসে মাছের বাজার। ফলে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজার শেষে মাছের পানির দুর্গন্ধে এলাকা দূষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ১০নং হলতা গুলিসাখালীর টিয়ারখালী বাজার সংলগ্ন টিয়ারখালী খালের উপর একটি আরসিসি ঢালাই ব্রিজ নির্মিত হয়। ব্রিজটি নির্মিত হওয়ায় ব্রিজের এ্যাপ্রোচ সড়কের কারণের বাজারের মাছ বিক্রির তলসেটটি নিচু হয়ে গেছে। যার ফলে বাজারের মেইন সড়ক থেকে তলসেট অভিমুখী চলাচলের রাস্তা না থাকায় ব্যবসায়িরা বাধ্য হয়ে গত এক বছর ধরে সাধারণ জনগণের চলাচলের ব্যস্তমত ব্রিজের উপর মাছ বিক্রি করছেন। এতে করে এক দিকে মাছ ব্যবসায়িরা রোধ বৃষ্টিতে ভিজে যেমন দুর্ভোগ পোহাচ্ছেন অপর দিকে স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ স্থানীয়রা ওই ব্রিজ দিয়ে সাপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার হাটের দিন মাছের পানির দুর্গন্ধসহ চলাচলে দারুন ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া তলসেটটিতে পর্যাপ্ত জায়গা না থাকার অভিযোগও করেন মাছ ব্যবসায়িরা। স্থানীয় সমাজসেবক, বাজার ইজারাদার ও মাছ ব্যবসায়িরা মাছ বিক্রির তলসেট অভিমুখী রাস্তাটি দ্রুত নির্মাণসহ তলসেট সংলগ্ন সরকারি জমিতে পরিধি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোন ফল পাননি।
ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার বলেন, এই দুর্ভোগ দীর্ঘদিনের। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ব্যস্ততম এই ব্রিজে মাছের বাজার বসে। বাজার শেষে মাছের পানির দুর্গন্ধে বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ পথচারীদের নাক চেপে হাটতে হয়।
মাছ ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন বলেন, ব্রিজের উপর রোধে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদেরও মাছ বিক্রি করতে কষ্ট হয়। কিন্তু বর্তমান মাছ বাজারে পর্যাপ্ত জায়গা এবং প্রবেশের রাস্তা না থাকায় বাধ্য হয়ে ব্রিজের উপর মাছ বিক্রি করছি।
বাজার ইজারাদার আবুল কালাম আজাদ বলেন, টিয়ারখালী খালের উপর ব্রিজ নির্মাণ হওয়ায় এ্যাপ্রোচ সড়কের কারণে মাছ বাজারে চলাচলের রাস্তাটি নিচু হয়ে গেছে। যার ফলে মাছ ব্যবসায়িদের মাছের ঢালা নিয়ে তলসেটে প্রবেশ করতে অসুবিধা হয় বিধায় ব্রিজের উপর সাপ্তাহিক হাটের দিন ব্যবসায়িরা মাছ বিক্রি করেন।
এব্যাপারে হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, মাছ বাজারের স্থান সংকীর্ণ এবং প্রবেশ পথ ব্যবহারের অনুপযোগীর কথা স্বীকার করে বলেন, শীঘ্রই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT