হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক - ajkerparibartan.com
হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

4:06 pm , May 9, 2023

পরিবর্তন ডেস্ক ॥ নগরীর উলালঘুনিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ বশির হাওলাদার (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।আটক বশির হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার কাঞ্চল আলী হাওলাদারের ছেল। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নগরের ৪ নম্বর ওয়ার্ডে উলালঘুনি এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামেন অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ১ হাজার ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT