4:05 pm , May 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অজ্ঞাত ৫৫ বয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। হিজলা নৌ-পুলিশের পরিদর্শক (ওসি) বিকাশ চন্দ্র দে জানিয়েছেন, অজ্ঞাত নারী লাশ মেঘনা নদী তীর চর দুর্গাপুরের থেকে উদ্ধার করা হয়েছে। নারীর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। তিন চারদিন পূর্বে মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের ধারনা ওই নারী মানসিক প্রতিবন্ধী। নদীতে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে। তবুও এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় নিশ্চিত হতে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে। কোন সন্ধান না পেলে দাফন করা হবে।