মুফতি ফয়জুল করীমের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি মুফতি ফয়জুল করীমের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি - ajkerparibartan.com
মুফতি ফয়জুল করীমের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি

4:04 pm , May 9, 2023

নগরীতে শোডাউন
নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচনী আচরনবিধি ভঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে রিটানিং কর্মকর্তা। সোমবার বিকেলে বরিশাল বিমান বন্দর থেকে ব্যাপক শোডাউনের মাধ্যমে নগরীতে আগমন করায় ব্যাখা চেয়ে চিঠি দেয়া হয়েছে। সোমবার ওই চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। গতকাল সকাল সাড়ে ১০ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হাজির হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখা দেয়া অনুরোধ জানিয়েছেন। মুফতি ফয়জুল করীমের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে তার পক্ষে গত ৩ মে এইচএম হাসানুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায়, বরিশাল বিমানবন্দর থেকে ব্যাপক শোডাউনের মাধ্যমে নগরীতে প্রবেশ করবেন। এর প্রেক্ষিতে আপনার (প্রার্থীর) প্রতিনিধির সাথে যোগাযোগ করা হয়। নির্বাচন পূর্ব সময়ে যে কোন প্রকার মিছিল শোডাউন বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন। আগমনের পূর্বে প্রতিনিধির সাথে একাধিকবার যোগাযোগ হয়। প্রতিনিধি আচরন প্রতিপালন করবে বলে আশ্বস্থ করেন। কিন্তু আপনার অনুসারীরা মোটর সাইকেল, পিকআপ ও মাইক্রোবাসসহ নানা যানবাহন নিয়ে ব্যাপক মিছিল ও শো ডাউন করা হয়েছে। এতে নির্বাচন আচরন বিধির ৫, ৭ (ক), ১১(২) ও ১৩ (ক) লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে স্ব-শরীরে হাজির হয়ে জবাব দেয়ার অনুরোধ করা হয়েছে।
মুফতি ফয়জুল করীম বলেন, আমিতো এখনো মনোনয়ন নিশ্চিত করিনি। আমার নামে মনোনয়ন সংগ্রহ হলেও তা এখনো নিশ্চিত করিনি। যার জন্মই হয় নাই সে কি করে শোকজ খায়, সেটাই আমার বোধগম্য নয়।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যে লেভেল প্লেয়িং ফিল্ড এর কথা বলছেন তা এখানে সম্পূর্ণ মিথ্যা প্রমানিত হয়েছে। খোকন সেরনিয়াবাত গত প্রায় একমাস ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাকেতো কোনো শোকজ করেনি নির্বাচন কমিশন। তিনি আবারও বলেন, আমি নির্বাচন করবো কি না তা এখনো নিশ্চিত নয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT