সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু - ajkerparibartan.com
সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু

4:03 pm , May 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন এক ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। তিনি বলেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। ডায়রিয়ার সাথে অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাতে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সকালে রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি হলেন নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এছাহাক হাওলাদার। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান জানিয়েছেন, ১২ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৮ জন রোগী রয়েছেন। এর আগে সোমবার ৮ জন ভর্তি হয়েছিলো। তিনি আরো জানান, গত ৮ মে ১৫ জন, ৭ মে ১৬ জন, ৬ মে ১৪ জন, ৪ মে ১৫ জন এবং ৩ মে ১৯ জন করে ভর্তি হয়েছিলো।
বিভাগের একমাত্র ডায়রিয়া রোগের চিকিৎসা দেয়া হয় শুধুমাত্র জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। একজন রোগীর মৃত্যু হলেও অন্যরা সুস্থ হয়ে ফিরে গেছে।
ডা. মিজান আরো জানান, গরমের কারনে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। খাবার নষ্ট হওয়ার কারনে এ ঘটনা ঘটছে। তবে গতবারের চেয়ে এবার ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কম বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT