3:59 pm , May 9, 2023
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ সেরনিয়াবাত পরিবারের পুত্র বধু লুনা আবদুল্লাহ এখন ‘টক অব দ্যা টাউন’। মিষ্টি ভাষী, সদালাপি এই নারী খুব সহজেই মানুষকে আপন করে নিচ্ছেন। তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিনী। নির্বাচনী প্রচার কৌশলে সবাইকে পেছনে ফেলে আগামী দিনে রাজনীতির মাঠে আগাম বার্তা দিচ্ছেন তিনি। গতকাল নির্বাচনী প্রচারাভিযানে গিয়ে পরম মমতায় একটি শিশুকে কোলে নেয়া এই ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।