দুই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন -তাপস দুই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন -তাপস - ajkerparibartan.com
দুই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন -তাপস

4:31 pm , May 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশালের মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নির্বাচনী এলাকায় শো-ডাউন ও মহড়া প্রদানের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। অথচ নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী নির্বাচনী কোন প্রচারণায় অংশ নিতে পারেন না, অথচ নৌকার প্রার্থীর জন্য নামে বেনামে বিভিন্ন সভা-সমাবেশে ভোট চাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। তিনি বলেন, নির্বাচন কমিশন পত্রপত্রিকার মাধ্যমে এবং সরাসরি এসব দেখেও সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। সোমবার বিকেল ৫টায় বরিশাল ফরএভার লিভিং সোসাইটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক ইমামুল হাসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, ফরএভার লিভিং সোসাইটির গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, নারী নেত্রী মাকসুদা ইয়াসমিন, নাজনীন অলি, হাফিজা আক্তার রিমি, সোনিয়া বেগম, মায়া বেগম, লিপি বেগম, জান্নাতুল খুশবু মুন, চাদনী আক্তার, নাজমা বেগম, ফেরদৌসী বেগম প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT