বিএনপির সহযোগিতা চাচ্ছেন হাতপাখার প্রার্থী বিএনপির সহযোগিতা চাচ্ছেন হাতপাখার প্রার্থী - ajkerparibartan.com
বিএনপির সহযোগিতা চাচ্ছেন হাতপাখার প্রার্থী

4:29 pm , May 8, 2023

শামীম আহমেদ ॥ নির্বাচনের দিন যতই সামনে গড়াচ্ছে, ততই নাটকীয় ভঙ্গিতে এগুচ্ছে নগরীর রাজনীতির মাঠ। নগরীতে বিএনপির শক্ত অবস্থান থাকলেও সেখানে এবার প্রার্থী না দেওয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে এখন পর্যন্ত বিএনপি এ সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে না বলে নিশ্চিত হওয়া গেছে। একইসাথে ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পর নগরীজুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বিসিসি নির্বাচনে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের মেয়ের বিয়েতে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জেষ্ঠ কয়েকজন নেতা। ঢাকার একটি অভিজাত ক্লাবে ওই বিয়ের অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী ও নেতারাও যোগ দিয়েছিলেন। তবে বিএনপি নেতারা ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে চরমোনাই পীরের দলের একাধিক নেতার সাথে মতবিনিময় করেছেন।
এ সময় বরিশাল সিটি নির্বাচন প্রসঙ্গে চরমোনাই পীরের ভাই ও মেয়র প্রার্থী ফয়জুল করীম নির্বাচনে বিএনপির মহাসচিবের কাছে দোয়া ও সমর্থন চান। বিএনপির মহাসচিব কোন উত্তর না দিলেও অনান্য নেতারা বলেন, আমরাতো নির্বাচনে অংশগ্রহণ করছিনা। তবে সমর্থকরা ভোট দেবে নিশ্চয়ই ভালো কাউকে সমর্থন দিবে।সূত্রমতে, ওই বিয়ের অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস উপস্থিত হয়ে বিএনপির মহাসচিবের সাথে করমর্দন করলেও ততটা খোলামেলা কথা বলেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সিটি নির্বাচনে জোর না দিলেও সামনে আগত সরকার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলনকে পাশে পেতে তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন। সে অনুযায়ী গত ফেব্রুয়ারী মাসে চরমোনাই পীরের বার্ষিক মাহফিলেও দলের প্রতিনিধি এসেছিলো। সার্বিক দিক পর্যালোচনা করে অত্যন্ত সু-কৌশলে বিএনপি তাদের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং আওয়ামী লীগের একাংশের কর্মী সমর্থকরা চরমোনাই পীরকে গোপনে সমর্থন দিতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
তবে ওই বিয়েতে উপস্থিত বিএনপির যুগ্ন মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, সামাজিকতা ও সুসম্পর্ক থেকে আমি কিংবা আমাদের দলের সিনিয়র নেতারা বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলাম। এখানে রাজনৈতিক কোন স্বার্থ নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT