4:27 pm , May 8, 2023

নাগরিক সংবর্ধনায় মুফতি ফয়জুল করিম
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী দলটির সিনিয়র নায়েবী আমির মুফতি ফয়জুল করিমকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেল চারটায় নগরীর আমতলা মোড় এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিম বলেন, তিনি নির্বাচিত হলে গত ৫২ বছরে যে উন্নয়ন হয়নি তার চেয়ে বেশি উন্নয়ন করবেন।
তিনি বলেন, কেউ তার শত্রু নয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সুশীল সমাজের পরামর্শে নগর পরিচালনা করবেন। বিগত সময়ের মেয়রদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে। সাবেক মেয়ররা তার পরামর্শ পরিষদের সদস্য হিসেবে থাকবেন।
ফয়জুল করিম বলেন, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে হিন্দু, কে মুসলমান তা আমি ভেদাভেদ করবো না। সম্মিলিতভাবে ঐক্য করবো। সমগ্র বরিশালে নির্দলীয় ঐক্য সৃষ্টি করে মডেল করবো।
বন্ধুত্বসুলভ আচরনের ভিত্তিতে নির্বাচন করবো জানিয়ে বলেন, কোন মারামারি নয়, কাটাকাটি নয়। আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়, শত্রু নয়। আমরা সবাই বলি ও দাবি করি “বরিশালের উন্নয়ন”। যদি উন্নয়ন চাই, তাহলে মারামারি থাকবে কেন?
নির্বাচন কমিশনকে উদ্দেশ্যে করে প্রার্থী বলেন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন দিবেন। কোন কারচুপি করবেন না।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের। বক্তব্য রাখেন দলটি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও মহানগরের সহ-সভাপতি নাসির আহম্মেদ কাওছার, চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতি সৈয়দ জিয়াউল করিম, জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, নিয়ামতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হুমায়ন কবির এবং আব্দুল্লাহ আল মামুন টিপু।
বরিশাল জিলা স্কুল মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও মহানগর ট্রাফিক পুলিশের অনুরোধে আমতলা মোড় এলাকায় এ অনুষ্ঠান করা হয়। চরমোনাই মিডিয়া গ্রুপের এডমিন কেএম শরীয়তুল্লাহ জানিয়েছেন, বরিশাল মহানগর ট্রাফিক পুলিশ অনুরোধ জানিয়েছে সংবর্ধনা অনুষ্ঠান ও মোটর সাইকেল বহর প্রবেশ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হবে। তাই তারা ট্রাফিক পুলিশের সাথে সম্বয় করে আমতলা মোডে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান করেছেন।
তিনি আরো জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ঢাকায় ছিলেন। তাকে নগরীতে ইসলামী আন্দোলনের জেলা, মহানগর ও নির্বাচন পরিচালনা কমিটি নাগরিক সংবর্ধা দেয়ার সিদ্বান্ত নেয়। প্রার্থী ঢাকা থেকে সড়ক পথে বরিশালে আসেন। তাকে নগরীর প্রবেশ পথ গড়িয়ার পাড়ে অভ্যর্থনা জানানো হয়। বিভিন্ন যানবাহনের বহর সহকারে প্রার্থীকে নাগরিক সংবর্ধনাস্থলে নিয়ে আসা হয়।