চিংড়ি রেনু পাঁচারকারীর ট্রাক চালককে জরিমানা, দীঘিতে মুক্ত ২৫ লাখ রেনু চিংড়ি রেনু পাঁচারকারীর ট্রাক চালককে জরিমানা, দীঘিতে মুক্ত ২৫ লাখ রেনু - ajkerparibartan.com
চিংড়ি রেনু পাঁচারকারীর ট্রাক চালককে জরিমানা, দীঘিতে মুক্ত ২৫ লাখ রেনু

4:26 pm , May 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে আটক চিংড়ি রেনু পাঁচাকারী এক ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ট্রলারে পাঁচারের সময় সোমবার ভোর রাতে নগরী থেকে ২৫ লাখ পিস চিংড়ি রেনুসহ চালককে আটক করা হয়। দ-িত চিংড়ি চালক হলো- আল মামুন (২৮)। সে কলাপাড়া উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, তাদের দক্ষিন জোনের বিসিজি ষ্টেশনের একটি দল ভোর রাত সাড়ে তিনটার দিকে কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতুর টোলঘরে অবস্থান নেয়। এ সময় ৬৪ ড্রাম ভর্তি ২৫ লাখ পিস গলদা চিংড়ি রেনু বোঝাই ট্রাক ও চালককে আটক করা হয়। পরে আটক ট্রাক চালককে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম চালককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদ- দেন। চালক জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন। উদ্ধার করা চিংড়ি রেনু সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের গজনি দীঘিতে অবমুক্ত করা হয়েছে। আদালতকে সহায়তা করা মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, উদ্ধার করা চিংড়ি রেনু ভোলা ও পটুয়াখালী এলাকার বিভিন্ন নদী থেকে ধরা হয়েছে। এসব চিংড়ি রেনু খুলনা ও বাগেরহাট অঞ্চলে পাঁচার করা হয়। ভোলার মেঘনা নদী থেকে রেনু পোনা সংগ্রহ করে একটি চক্র দীর্ঘদিন ধরে খুলনায় চড়া দামে বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এর নেতৃত্বে রয়েছে গোপালগঞ্জের টুলু ও কলাপাড়ার মাসুম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT