4:23 pm , May 8, 2023
নৌকার তিন কর্মীকে হত্যার হুমকি ও জিডির সংবাদ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক ॥ নৌকার পক্ষে প্রচারনা করায় তিন কর্মীকে পিস্তল ও রামদা ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া মহানগর ছাত্রলীগের আহবায়ক এবার পত্রিকা গায়েব করলেন। মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে জিডি করা নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কীর্তনখোলা সহ স্থানীয় বেশ কিছু পত্রিকা গায়েব করেছে। যার কারনে পাঠকরাও সোমবারের পত্রিকা পায়নি। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নার নেতৃত্বে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে পিস্তল ও রামদা ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেয়া হয় শনিবার দিনগত গভীর রাতে। এ ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের কর্মী রোববার বিকেলে কাউনিয়া থানায় সাধারন ডায়েরী (জিডি) করে। জিডিতে ছাত্রলীগের মহানগরের আহবায়ক মান্না ও তার ভাইসহ নামধারী ১৭ জন এবং অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনে।
সোহাগ জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র পক্ষে কাউনিয়া এলাকায় কেউ প্রকাশ্যে প্রচার-প্রচারনা করতে সাহস পায় না। মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নার ভয়ে সকলে লুকিয়ে প্রার্থীর সাথে প্রচারনা করতো। শুক্রবার বিকেলে সোহাগের নেতৃত্বে জানুকি সিংহ রোড এলাকায় প্রকাশ্যে প্রচার-প্রচারনা সহ নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছেন। এতে মহানগর ছাত্রলীগের আহবায়ক মান্না ক্ষুদ্ধ হয়।
সাংগঠনিক কাজ শেষ করে শনিবার রাত পৌনে একটার দিকে সঙ্গী সজীবুর রহমান ও সোহেল হাওলাদারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে ভুইয়া বাড়ী সংলগ্ন পৌছুলে মান্নার নেতৃত্বে নামধারী ১৭ জন ও অজ্ঞাতনামা আরো ২৫ জন এসে তাদের ঘিরে ধরে। ঘাড়ের উপর রামদা ধরে অস্ত্র উচিয়ে মান্না হুমকি দেয় আমার চেয়ে বড় নৌকার কর্মী কে আছে ? বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দেয় মান্না। তাই নিজের বড় ধরনের ক্ষতির আশংকায় থানায় জিডি করার কথা জানায় সোহাগ।
এছাড়াও নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত’কে ফুলেল শুভেচ্ছা জানানোর কারণে শের এ বাংলা মেডিকেল কলেজ হলে সিট বাতিল করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে গনপূর্তের ঠিকাদার রেসাদ-এর বিরুদ্ধে। শেবাচিম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক অর্নব ও পঞ্চম বর্ষের ছাত্র হৃদয় শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি ফেসবুকে আপলোড করে। এতে রেসাদ ক্ষিপ্ত হয়ে অর্নব ও পঞ্চম বর্ষের ছাত্র হৃদয়কে ক্যাম্পাস থেকে বিতারিত এবং হলের সিট বরাদ্ধ বাতিল করা হবে বলে হুমকি দেয়। এই ঘটনায়ও কোতয়ালী থানায় জিডি করা হয়েছে।
এ সকল ঘটনা নিয়ে সোমবার দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কীর্তনখোলাসহ স্থানীয় বেশকিছু পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। খবর পেয়ে খুব ভোরে মহানগর ছাত্রলীগের আহবায়ক মান্না মাইক্রোবাস নিয়ে নগরীর পত্রিকা বিক্রেতা এজেন্সি ও হকারদের কাছে যায়। ছাত্রলীগ নেতার কান্ড নিয়ে দৈনিক আজকের পরিবর্তন ও কীর্তনখোলাসহ যে সকল আঞ্চলিক পত্রিকায় খবরটি প্রকাশ করেছে। সেই সকল পত্রিকা কিনে নেয় মান্না। দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কীর্তনখোলা পত্রিকার সম্পাদক এবং প্রকাশ কাজী মিরাজ বলেন, পত্রিকা কিনে নেয়ায় পাঠকরা পত্রিকা পায়নি। ছাত্রলীগ নেতার এ কর্মকান্ড ঠিক হয়নি মন্তব্য করে কাজী মিরাজ বলেন, পাঠকরা বঞ্চিত হয়েছে। এভাবে পাঠকদের বঞ্চিত করা উচিত নয়। তিনি বলেন, সংবাদ প্রকাশ হয়েছে। এভাবে পত্রিকা গায়েব করে পাঠকদের বিভ্রান্ত করা হয়। এসব না করে পত্রিকা অফিসে এসে বিবৃতি দিতে পারতেন তিনি। সংবাদ প্রকাশের পূর্বে তার বক্তব্য নেয়ার জন্য ছাত্রলীগ নেতা মান্নার কাছে ফোন করা হয়েছিলো। কিন্তু সে সাংবাদিকের পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে। ছাত্রলীগের মতো দেশের প্রাচীন ছাত্র সংগঠনের একজন নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারপর নিজের অপকর্ম ঢাকতে, আরো হীন কর্মকান্ড করেছে। যা নিন্দনীয়। এ ধরনের কাজ থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন সম্পাদক।
