4:22 pm , May 8, 2023
বিশেষ প্রতিবেদক ॥ আকষ্মিকভাবে রোববার মধ্যরাত থেকে সোমবার রাতের প্রথম প্রহর পর্যন্ত ভয়াবহ লোডশেডিং-এ সমগ্র দক্ষিণাঞ্চলের জনজীবনে চরম বিপর্যয় নেমে আসে। গরমে মধ্যরাতের নজিরবিহীন এ বিদ্যুৎ ঘাটতিতে হতভম্ব হয়ে যান পাওয়ার গ্রীড কোম্পানী-পিজিসিবি’র প্রকৌশলী সহ ওজোপাডিকো’র মাঠ কর্মীরাও। বিদ্যুৎ উৎপাদন সহ সঞ্চালন ব্যবস্থা টিকিয়ে রেখে জরুরীভাবে পরিস্থিতি সামাল দিতে প্রাথমিকভাবে মহানগরী সহ দক্ষিণের ৬টি জেলা সদরকে বেছে নিয়ে লোডশেডিং শুরু করে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্মীগন। তবে রোববার রাত ১১টা ১০ মিনিট থেকে ঐ বিপর্যয় সামাল দিতে কোম্পানীটির কোন প্রকৌশলী-কর্মকর্তাদের দেখা মেলেনি। ফলে ৩৩/১১ কেভি সাব-স্টেশনের কর্মীগন প্রাথমিক ধাক্কা সামাল দিতে শহরের ফিডারগুলো নির্বিচারে বন্ধ করে দেন। তবে বিদ্যুৎ ঘাটতির পরিমান চাহিদার ২০ ভাগের বেশী না হলেও বরিশাল মহানগরীর প্রায় ৩০টি ফিডারের মধ্যে প্রাথমিকভাবে ৫-৬টি ফিডারে ৩০-৪০ মিনিট করে লোডশেডিং করা হয়। ফলে সাধারন মানুষের দূর্ভোগের কোন সীমা ছিলনা। প্রায় ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার দুঃসহ গরমের মধ্যে ঘুটঘুটে অন্ধকার আর মশার কামড়ে সাধারন মানুষের প্রাণ তখন ওষ্ঠাগত হয়।
রোববার রাত ১১ টা ১০ মিনিট থেকে সোমবার রাত সাড়ে ৩টা পর্যন্ত ঐ লোডশেডিং-এ দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় ওজোপাডিকো’র ৭টি বিতরন বিভাগ ছাড়াও ৬টি পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ লক্ষ গ্রাহেকর দূর্ভোগ ছিল চুড়ান্ত পর্যায়ে। প্রায় সাড়ে ৪ ঘন্টায় পর্যায়ক্রমে দক্ষিণাঞ্চলের কোটি মানুষ বিদ্যুৎ রেশনিং-এর শিকার হয়। এমনকি বরিশাল সিটি নির্বাচন আসন্ন হলেও এ নগরীকেও রেহাই দেয়নি লোডশেডিং। সাধারনত কোন নির্বাচনী এলাকায় সীমিতাকারের লোডশেডিং-এর বাইরে রাখা হয়ে থাকে। মূলত ওজোপাডিকো’র প্রকৌশলী-কর্মকর্তাগন ঐ রাতে বিষয়টিকে তেমন গুরুত্বের সাথে দেখেন নি বলেও অভিযোগ রয়েছে। ফলে ৩৩/১১ কেভী সাব-স্টেশনের কর্মীগন যেভাবে পেরেছেন, সেভাবেই পরিস্থিতি সামাল দিয়েছেন বলে জানা গেছে। তবে কি কারণে আকষ্মিকভাবেই মধ্যরাতের ঐ বিদ্যুৎ ঘাটতি সৃষ্টি হয়, সে সম্পর্কে ওজোপাডিকো বা পিজিসিবি’র কোন কর্মকর্তাগনই কিছু জানাতে পারেন নি। সোমবার রাত সাড়ে ৩টার পরে পিজিসিবি’র সেন্ট্রাল রোড ডেসপাস সেন্টার ও রিজিওনাল লোড ডেসপাস সেন্টার থেকে লোডসেডিং তুলে নেয়ার পরে সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকলেও বিতরন ব্যবস্থার ত্রুটির কারণে কোন কোন এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।