নগরীতে মন্দিরের দুইটি দোকান দখল নগরীতে মন্দিরের দুইটি দোকান দখল - ajkerparibartan.com
নগরীতে মন্দিরের দুইটি দোকান দখল

4:36 pm , May 7, 2023

অভিযোগের তীর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক পাপ্পার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক ॥ ব্রাক্ষ্ম সমাজের মন্দিরের মালিকানাধীন দুইটি দোকান অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পাকে ওই দোকান দুইটি দখলে সহযোগিতা করেন মন্দির কমিটির দুই নেতা। মন্দিরের সভাপতি ও সম্পাদককে কিছু না জানিয়েই এই দখল করা হয়েছে বলে জানান মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দে নারু। তিনি জানান, নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে স্থাপিত ব্রাক্ষ্ম সমাজের মন্দিরের সভাপতি বিজয় কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক আমি। আমাদের কিছু না জানিয়ে রোববার দুপুরে সহ সভাপতি মানিক মুখার্জী কুডু ও যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে মন্দিরের মালিকানাধীন দুইটি স্টল দুইজনের নামে চুক্তি করে দিয়েছে। একই সাথে অবৈধভাবে তারা স্টল দুইটি দখলে নিয়ে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পাকে দিয়ে দিয়েছে। যার কোনো বৈধতা নেই। স্টলের চুক্তি যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক করবে সেখানে এই ধরণের কোনো সুযোগই নেই।
এ বিষয়ে জানতে ব্রাক্ষ্ম সমাজের মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে কে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি। তবে মন্দিররের সহ সভাপতি মানিক মুখার্জি কুডু জানান, আমি এই বিষয়ে কিছু জানি না। তবে ওই দোকান দুইটি ফাঁকা ছিলো। যারা ভাড়া নিছে ভাড়া দিবে।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার বলেন, আমি ও পাপ্পা ৫ বছরের জন্য কমিটির কাছ থেকে দোকান দুইটি ভাড়া নিয়েছি। আমার কাছে লিখিত প্রমানও আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT