মেঘনায় বালুবাহী কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ মেঘনায় বালুবাহী কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ - ajkerparibartan.com
মেঘনায় বালুবাহী কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

3:52 pm , May 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে বালুবাহী কার্গো থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উলানিয়া ইউনিয়নের মল্লিকপুর লালবয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান কালিগঞ্জ নৌ-পুলিশ ইউনিটের পরিদর্শক মো. ফারুক হোসেন। নিখোঁজ শ্রমিক ওবায়দুল ইসলাম (১৮) সুনামগঞ্জের ছাতক উপজেলার চরগাও গ্রামের সাইদুর রহমানের ছেলে।তিনি কার্গো এমভি সিটমির শ্রমিক।
কার্গোর লস্কর সিব্বির বলেন, “সুনাগঞ্জের ছাতক থেকে সিলেটের চান বালু নিয়ে খুলনার উদ্দেশে রওনা দিয়েছিলাম। জ্বর নিয়ে কার্গোর রেলিংয়ের পাশে বসে ছিল ওবায়দুল। তারপর কার্গোটি মেঘনা নদীর মল্লিকপুর লালবয়া এলাকার এসে পৌঁছালে অপর একটি নৌযানের প্রচ- টেউয়ের আঘাতে কার্গো কাত হয়ে যায়। এ সময় ওবায়দুল নদীতে পড়ে নিখোঁজ হন।
সিব্বির আরও বলেন, “ঘটনার পর ৯৯৯ কল করে সহায়তা চাওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘটনাস্থল দেখে গেছে। এ ছাড়া জেলেদের নিয়ে ঘটনাস্থলের আশপাশে জাল ফেলে তল্লাশি করা হয়েছে; কিন্তু ওবায়দুলকে পাওয়া যায়নি।
হিজলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইদুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়েছিলাম। রাত হওয়ায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।”
নৌ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, তাদের থানায় জিডি করতে পাঠিয়েছি। জিডি করে এলে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT