ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর লাইভ অনুষ্ঠিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর লাইভ অনুষ্ঠিত - ajkerparibartan.com
ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর লাইভ অনুষ্ঠিত

3:51 pm , May 7, 2023

বিশেষ প্রতিবেদক ॥ নদী ভাঙন রোধে বরিশালের চরকাউয়া ও চরবাড়িয়ায় চমৎকার দুটো ভেরীবাধ হয়েছে। যে বাধে এখন প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় হয়। সড়কের কিছু উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টি ও বিএনপি ছাড়াও সাধারণ মানুষের অনেকেই প্রায় একই বক্তব্য দিলেন বরিশালে আগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর লাইভ অনুষ্ঠানে এসে। কেউ কেউ বললেন, স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী তাই তার উন্নয়নের জোয়ার পানিতে যাবে এটাই স্বাভাবিক। তবে নগরীর খাল ও সড়কের উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা তিনি করেছিলেন, তারই দলের লোকের কারণে তিনি নগরীর কোনো উন্নয়ন করতে পারেন নি বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যানের  উপদেষ্টা ও মহানগরের আহবায়ক মহসিন উল ইসলাম হাবুল। ধান-নদী-খালের বরিশালে খালগুলো ভরাট হওয়া, কৃষি জমি উজার করে নগরায়ন এবং ফোরলেন না থাকায় পদ্মা সেতুর সুফল ভোগ করতে না পারাটাই প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করলেন বরিশালের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর পঞ্চম দিনে রোববার সকালের সরাসরি লাইভে যুক্ত হয়ে বাসদ নেত্রী ডাঃ মনীষা চক্রবর্তী বললেন, নগরীর খাল আর ড্রেনেজ ব্যবস্থার অনিয়ম নিয়ে। আর সুজন বরিশালের সদস্য সচিব রফিকুল আলম বললেন নগর উন্নয়নের মাস্টার প্লান তৈরি না হলে কোনো উন্নয়নই ফলপ্রসু হবে না। তবে একান্ত সাক্ষাতে ডাঃ মনীষা চক্রবর্তী বলেন,  ১০টি ইউনিয়নের প্রায় ২৪৭টি গ্রাম নিয়ে এই সদর আসন। জাতীয় সংসদের ১২৩ নম্বর এই আসনে গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের এমপি ও প্রতিমন্ত্রী রয়েছে। সে অনুপাতে উন্নয়ন কতটুকু। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় হবার পর থেকে চরকাউয়া ইউনিয়নের দুটি গ্রামের কৃষি জমি প্রায় সবটাই উজার হয়ে বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান, বাড়িঘর নির্মাণ ও প্লট বিক্রির প্রতিযোগিতার শুরু হয়েছে। এটাকে উন্নয়ন বললে বলবো ভূমি দস্যুদের ও নির্দিষ্ট কিছু নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে।  এদিকে সাধারণ মানুষের সাথে কথা বললে জানা য়ায়, প্রতিশ্রুতির বেড়াজালে আটকে আছে বরিশালের বেশিরভাগ উন্নয়ন। ২০১৮ সালে আওয়ামী লীগের   জাহিদ ফারুক শামীম এখানে এমপি নির্বাচিত হন। তারপর থেকেই মূলত বরিশালে উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানালেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।  আর সরকারের বিভিন্ন উন্নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয় মেরিন ইউনিভার্সিটি, টেক্সটাইল কলেজ ইত্যাদিসহ ও পদ্মা সেতুর সুফল ভোগ করতে ফোরালেন তৈরির কাজ চলমান রয়েছে বলে জানালেন সদর উপজেলার চেয়ারম্যান, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সাইদুর রহমান রিন্টু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT