3:42 pm , May 6, 2023
চারুকলার ৩৪ তম সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ॥ চারুকলা বরিশাল এর ৩৪ তম বার্ষিক সাধারণ সভা সদর রোডস্থ আর্য্যলক্ষ্মী সমবায় সমিতির কীর্তনখোলা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপংকর চক্রবর্তী । সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের সম্পাদক তমাল রায়। রিপোর্টের উপর আলোচনা করেন সংগঠনের সদস্য সালাউদ্দিন সিজাম, সারতিজ রিদওয়ান অয়ন, সাইদ পান্থ প্রমুখ ।
পরে সাধারণ আলোচনায় অংশ নেন দীপংকর চক্রবর্তী, জগন্নাথ দে, মুকুল দাস, সুশান্ত ঘোষ, রেবেকা সুলতানা,আবদুস সোবহান বাচ্চু, সুভাষ চন্দ্র দাস,পার্থ রায় প্রমুখ।
সাধারণ সদস্যরা চারুকলা বরিশাল এর বর্তমান কর্কান্ডের প্রশসংসা করে সংগঠনকে আরো গতিশীল করেতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
পরে নির্বাচন কমিশনার সালাউদ্দিন সিজান এর আহবানে নির্বাচনী কমিটির পাঁচ সদস্যরা ২০২৩-২০২৪ সালের জন্য সভাপতি-দীপংকর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক দুর্জয় সিংহ সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি উপস্থাপনা করলে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি – আবুল কালাম আজাদ টিপু ও সুশান্ত ঘোষ, কোষাধ্যক্ষ-চন্দ্র শেখর বাবুল, সহ-সাধারণ সম্পাদক- নন্দিনী দাস প্রাচী ও কিশোর রায় আকাশ, সদস্য বিষয়ক সম্পাদক-সুমন দাস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক-বিথী আক্তার, মঙ্গল শোভাযাত্রা ও লোকশিল্প বিষয়ক সম্পাদক-তাসনিম মাহমুদ সিয়াম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- অনিতা রায়, যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক-বিশ্বজিৎ রায় প্রাত, দাপ্তরিক নথি সংরক্ষণ ও প্রচার বিষয়ক সম্পাদক-আর্থী কর্মকার, মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- গৌরব কর্মকার, সদস্য-আলতাফ হোসেন, আব্দুস সোবাহান বাচ্চু, সুভাষ চন্দ্র দাস নিতাই, তমাল রায়,অসীম বণিক, রনি দাস, সৈয়দ নাজমুল আলম অভি।