অবৈধ অটো ও রিক্সা চালকদের বিক্ষোভে নতজানু ট্রাফিক পুলিশ অবৈধ অটো ও রিক্সা চালকদের বিক্ষোভে নতজানু ট্রাফিক পুলিশ - ajkerparibartan.com
অবৈধ অটো ও রিক্সা চালকদের বিক্ষোভে নতজানু ট্রাফিক পুলিশ

3:37 pm , May 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অবৈধ অটো ও রিক্সা চালকদের সড়ক অবরোধে নতজানু হয়েছে ট্রাফিক পুলিশ। শনিবার নথুল্লাবাদে ব্যটারিচালিত অটো ও রিক্সা প্রবেশ করতে না দেয়ায় সড়ক অবরোধ করে চালকরা। এছাড়াও প্রায় অর্ধশত অটোরিক্সা চালকদের বিরুদ্ধে মামলা দেয়। তখন শ্রমিকদের বিক্ষোভে পুলিশ অবৈধ অটো ও রিক্সা চলাচলের অনুমতি দিয়েছে। এমনকি আটক অটো ও রিক্সা ছেড়ে দেয়ারও আশ্বাস দিয়েছে ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
শ্রমিকরা জানায়, সকালে বরিশাল সিটি কর্পোরেশনের নতুন নির্দেশনার কথা বলে নথুল্লাবাদ সড়ক থেকে জেলখানার মোড়ের দিকে ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সা প্রবেশে বাধা দেয়। এ সময় ৪২ টি জন চালকের বিরুদ্ধে মামলা দেয় ট্রাফিক পুলিশ। এ ঘটনার পর শ্রমিকরা নথুল্লাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ফারুক ঘটনাস্থলে আসেন। শ্রমিকদের আন্দোলনের মুখে পুলিশ সকল দাবি মেনে নিতে বাধ্য হয় এবং আটককৃত সকল ইজিবাইক বিনা শর্তে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। পুলিশ কর্মকর্তার এই ঘোষণার পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। উল্লেখ্য, নগরীতে হাজার হাজার অবৈধ হলুদ অটো ও ব্যাটারী চালিত রিক্সার যন্ত্রনায় নগরবাসী অতিষ্ট হলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT