সিটি নির্বাচনে জাপার প্রার্থী তাপসের সাথে জেলা জাতীয় যুব সংহতির সৌজন্য সাক্ষাত সিটি নির্বাচনে জাপার প্রার্থী তাপসের সাথে জেলা জাতীয় যুব সংহতির সৌজন্য সাক্ষাত - ajkerparibartan.com
সিটি নির্বাচনে জাপার প্রার্থী তাপসের সাথে জেলা জাতীয় যুব সংহতির সৌজন্য সাক্ষাত

3:37 pm , May 6, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল জেলা জাতীয় যুব সংহতি কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার রাতে এ অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন  নজরুল ইসলাম হেমায়েত, সদস্য সচিব আল-আমিন চিশতি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় পার্টি  চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য আইনের কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান আতিয়ার রহমান।নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না।আইনের কথা স্মরণ করিয়ে নির্দশনায় বলা হয়েছে, পথসভা বা ঘরোয়া সভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।নির্বাচনি আইন অনুযায়ী, প্রার্থীরা জনগণের চলাচলে বিঘœ সৃষ্টি করতে পারে এমন কোনো সড়কে পথসভা করতে পারবেন না বা এই উদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করতে পারবেন না। প্রতিপক্ষের পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান প- বা তাতে বাধা প্রদান বা কোনো গোলোযোগ সৃষ্টি করতে পারবেন না। কোনো পথসভা বা ঘরোয়া সভা অনুষ্ঠানে বাধাপ্রদানকারী বা অন্য কোনোভাবে গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের শরণাপন্ন হবেন এবং এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে নিজেরা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না।নির্বাচনি প্রচার এখনও শুরু হয়নি। প্রতীক বরাদ্দ হলে প্রচারে যেতে পারবেন প্রার্থীরা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, বর্তমানে গাজীপুর সিটি নির্বাচনের আপিল কার্যক্রম চলছে, আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। অর্থাৎ এ সিটিতে প্রচার চালানো যাবে ৯ মে থেকে।খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোটগ্রহণ ১২ জুন। এই দুই সিটি নির্বাচনে ২৬ মে থেকে প্রচার চালানো যাবে।রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোটগ্রহণ ২১ জুন। এই দুই সিটি নির্বাচনে প্রচার চালানো যাবে ২ জুন থেকে।নির্বাচনী আচরণবিধি না মানলে জেল, জরিমানা, এমনকি প্রার্থিতা বাতিল হতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT