মহাজোট নয়, নৌকার উন্নয়নের ধারা চায় জনগণ: বরিশাল-৩ আসনে ডিবিসি ইলেকশন প্রতিক্রিয়া মহাজোট নয়, নৌকার উন্নয়নের ধারা চায় জনগণ: বরিশাল-৩ আসনে ডিবিসি ইলেকশন প্রতিক্রিয়া - ajkerparibartan.com
মহাজোট নয়, নৌকার উন্নয়নের ধারা চায় জনগণ: বরিশাল-৩ আসনে ডিবিসি ইলেকশন প্রতিক্রিয়া

4:27 pm , May 5, 2023

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ শুক্রবার সকালটা বাবুগঞ্জের রাকুদিয়া নতুনহাট বাজারে ঘুরে বেড়ালো ঢাকা থেকে আগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখানে গত চৌদ্দ বছর ধরে উন্নয়ন বঞ্চিত বলে দাবী  বরিশাল তিন আসনের সাধারণ মানুষ। তাদের দাবী বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের দিক বিবেচনায় বরিশাল জেলার মধ্যে অনেকটাই পিছিয়ে রয়েছে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী চাচ্ছেন দলীয়  সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের বেশিরভাগ অংশ। এজন্য তারা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আশু হস্তক্ষেপও কামনা করেছেন।
সরেজমিনে, বাবুগঞ্জের রাকুদিয়া, লাকুটিয়া, দেহেরগতি ও কেদারপুর। মুলাদি উপজেলার চরকালেখা, ছবিপুর ও বাতামারা ঘুরে দেখা গেছে বেশিরভাগ এলাকার সড়কের বেহাল দশা। হাসপাতাল বা উন্নত চিকিৎসার জন্য সবাইকে ছুটতে হয় বিভাগীয় শহর বরিশালে। নদী নির্ভর হওয়ার পরও নৌযান চলাচলের সুবিধা বন্ধ দীর্ঘদিন। খাল খননের যে কাজ চলছে তাও সাদামাঠা ও দায়সারা। খাল কেটে মাটি পুনরায় খালপাড়েই রাখা হচ্ছে যা বর্ষায় পুনরায় ভরাট হবার আশঙ্কা। যদিও এ বিষয়ে দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেছেন, তার ইউনিয়নে ১৬ কিলোমিটার খালখনন কাজ চলছে। কাজ শেষ হলেই মাটি দ্রুত সরিয়ে নেয়া হবে। তিনি আরো বলেন, এখানে রাস্তাঘাট উন্নয়নের জন্য যথেষ্ট বরাদ্দ আমরা পাচ্ছি না। আওয়ামী লীগের পক্ষে আতিকুর রহমান এখানে নৌকার প্রার্থী হলে এই উপজেলার যথেষ্ট উন্নয়ন সম্ভব হবে।
অন্যদিকে বাবুগঞ্জ উপজেলাা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন বলেন, মশিউর রহমান আর আতিকুর রহমান তারা দুই ভাই। তারাতো নিজেদের পক্ষেই কথা বলবেন।  তবে এটা সত্যি যে স্থানীয়ভাবে যেরকম উন্নয়ন হওয়া উচিত তা হতে পারেনি। আমাদের সংসদ সদস্য সেভাবে নির্দিষ্ট বরাদ্দের বাইরে যেয়ে কোনো বরাদ্দ এনে চমক দিতে পারেননি। আগামীতেও এ আসনটি মহাজোটের প্রার্থী হিসেবে শেখ টিপুকেই চাচ্ছি আমরা।
তবে এ নিয়ে এলাকায় রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা। মুলাদি উপজেলার ছবিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমু মুন্সি বলেন, এই আসনের উন্নয়ন এখন ঝুলন্ত।  সংসদ সদস্য টিপু এলাকায় খুবই কম আসেন। আশেপাশের এলাকার সাথে তুলনা করলে গত ১৪ বছরে আমাদের কোনো উন্নয়নই হয়নি। তাই এবার আমরা নৌকার প্রার্থী চাই। সে লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদনও জানিয়েছে আমাদের নেতাকর্মীরা।
বরিশালের বাবুগঞ্জ- মুলাদি আসনের মোট লোকসংখ্যা ২ লক্ষ ২ শত ৪২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩০১ এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৯৪১ জন। ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটকেন্দ্র ১০০টি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে জোর প্রতিযোগিতা চালাচ্ছেন  অনেকেই। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খালিদ হোসেন স্বপন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবসহ আরো অনেকে। তবে আলোচনার শীর্ষে আছেন বিশিষ্ট সমাজ সেবক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ আতিকুর রহমান আতিক। সেলক্ষ্যে দীর্ঘদিন থেকে তিনি (আতিক) নিয়মিত এলাকার ভোটারদের দ্বারে দ্বারে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ আসনের সাধারণ মানুষের সেবা, উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখা আতিকুর রহমান প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ও চমক সৃষ্টির মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ফলশ্রুতিতে  আতিকুর রহমান আতিককে নৌকার প্রার্থী হিসেবে এবার মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বরিশাল-৩ আসনটি উপহার দেবেন বলে জানিয়েছেন দলের সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারণ ভোটাররা।
আওয়ামী লীগের মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, গতবারতো কৌশলে আমাকে হারানো হয়েছে। এদিকে বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুই আগামীতে মহাজোটের প্রার্থী হবেন। আর বিএনপির নির্বাচনী গেলে সেক্ষেত্রে জয়নাল আবেদীন অথবা সেলিমা রহমানের নামই উঠে এসেছে বারবার। এখানে বিএনপির বাবুগঞ্জ উপজেলার সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, মুলাদি উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরিয়তউল্লাহ, সদস্য সচিব কাজী কামাল এবং সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার, বাবুগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ফারুক, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, মিলন খানসহ আরো অনেকে বলেন, যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে বরিশালের সবগুলো আসনেই জামানত হারাবে মহাজোট ও আওয়ামী লীগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT